۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ঈদে মিলাদুন্নবী সঃ ও বেলাদতে ইমাম জাফর সাদিক আঃ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়
হুজ্জাতুল ইসলাম মাওলনা মজিদুল ইসলাম শাহ

হাওজা / পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ ও বেলাদতে হযরত জাফর সাদিক আঃ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণ ও মেহেফিল অনুষ্ঠিত হয় ৷

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আলহামদুলিল্লাহ গত ২২ শে সেপ্টেম্বর রবিবার উলুবেড়িয়া উত্তর দোড়ল গ্রামে "মাহাদী যুব সমাজ" এর এর উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ ও বেলাদতে হযরত জাফর সাদিক আঃ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণ ও মেহেফিল অনুষ্ঠিত হয় ৷

প্রায় ১০০ জন শীয়া সুন্নী শিশুদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠাণটি ৷ শিশুরা কেরাত গজল কুইজ ও রং ভর প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের রসুলের সঃ প্রতি প্রেমের বহিঃপ্রকাশ করে ৷

মাওলানা হিসাবে উপস্থিত ছিলেন সুদূর পূর্বমেদনীপূরের হলদিয়া থেকে আগত হুজ্জাতুল ইসলাম আগা মজিদুল ইসলাম শাহ সাহেব ৷ তিনি তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল্যবান বক্তব্যে তুলে ধরেন প্রিয় রসুলের সঃ নবুয়ত প্রাপ্তির আগের জীবন ধারা ৷

মাওলানা মজিদুল ইসলাম বলেন, রসুল সঃ তাঁর নৈতিক চরিত্রের মাধ্যমে নিজের জীবনকে গঠণ করে ইসলামী দাওয়াতের প্রেক্ষাপট তৈরী করেছিলেন ৷

তিনি আরও বলেন, সফলতার মাপকাঠিই হল নৈতিক চরিত্র ৷

এছাড়াও তিনি কুরআন হাদীসের আলোকে তথা ইমাম সাদিক আঃ এর হাদীসের মধ্যমে মুসলমানদের মধ্য একতাবদ্ধ হওয়া জরুরী তা তুলে ধরেন ৷

হুজ্জাতুল ইসলাম মজিদুল ইসলাম শাহ সাহেব ষষ্ঠ ইমামের আঃ উদ্ধৃতি দিয়ে বলেন, একতাই হল আল্লাহর রহমত আর বিভেদ হল আল্লাহর গজব ৷ এবং ক্ষমতার উৎস হল মুসলমানদের মধ্যে একতা৷ আজকের সময়ে আমাদের মধ্যে একতাবদ্ধ হওয়া খুবই জরুরী ৷

অবশেষে সমস্ত শিশুদের হাতে বিশেষ আকর্ষনীয় পুরস্কার ও তাবারুক তুলে দেওয়া হয় ৷

সমগ্র অনুষ্ঠাণটি পরিচালনা করেন হেদায়েতুল্লা মোল্লা , আব্বাসউদ্দিন মণ্ডল , সাবির মোল্লা , মোক্তার হোসেন শা , তারীফ মীর ও আরও অনেকে ৷

تبصرہ ارسال

You are replying to: .